×

সারাদেশ

কেরাণীগঞ্জে তিনতলা ভবন ধস, সাতজনকে উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:০২ এএম

কেরাণীগঞ্জে তিনতলা ভবন ধস, সাতজনকে উদ্ধার

কেরাণীঘঞ্জে ধসে পড়া তিনতলা ভবন

কেরাণীগঞ্জে তিনতলা ভবন ধস, সাতজনকে উদ্ধার

কেরাণীগঞ্জে ধসে পড়া তিনতলা ভবন

কেরাণীগঞ্জে তিনতলা ভবন ধস, সাতজনকে উদ্ধার

ধসে পড়া ভবন

কেরাণীগঞ্জে তিনতলা ভবন ধস, সাতজনকে উদ্ধার

শুক্রবার কাত হয়ে পড়ে যায় তিনতলা ভবনটি

কেরাণীগঞ্জে তিনতলা ভবন ধস, সাতজনকে উদ্ধার

ঢাকার কেরাণীগঞ্জের চড়াইলে শুক্রবার ধসে পড়া তিনতলা ভবন। ছবি: শাহাদাত হাওলাদার

কেরাণীগঞ্জে তিনতলা ভবন ধস, সাতজনকে উদ্ধার

কেরাণীগঞ্জে ধসে পড়া তিনতলা ভবন। ছবি: শাহাদাত হাওলাদার

ঢাকার কেরাণীগঞ্জের চড়াইলে খেলার মাঠের পাশে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। এরই মধ্যে এ ঘটনায় আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধারে কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শুক্রবার দুপুর সোয়া ১২টার উদ্ধার কার্যক্রম বন্ধ করে তারা।

এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এ তিনতলা ভবনটি ধসে পড়ে। তবে কেউ মারা যায়নি।

জানা গেছে, কেরাণীগঞ্জের চড়াইলে অনেক ভবনই ঝুঁকিপূর্ণ। এসব ভবন নির্মাণে কোনো সংস্থার অনুমতি নেওয়া হয়নি। এখনও গড়ে উঠছে নতুন নতুন ভবন।

[caption id="attachment_266456" align="alignnone" width="627"] শুক্রবার কাত হয়ে পড়ে যায় তিনতলা ভবনটি। ছবি: ভোরের কাগজ[/caption]

এছাড়া চড়াইলে তিনতলা ভবন ধসে যাওয়ার পর আরও পাঁচটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। এ বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ।

[caption id="attachment_266470" align="alignnone" width="687"] কেরাণীগঞ্জে ধসে পড়া তিনতলা ভবন। ছবি: শাহাদাত হাওলাদার[/caption]

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, মধ্য চড়াইল এলাকায় ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ভোরের কাগজের ফটো সাংবাদিক শাহাদাত হাওলাদার জানান, ধসে পড়া ভবনটি দেখতে শত শত মানুষ ভিড় করেছে। তাদের দূরে সরিয়ে নিতে হিমশিম খায় থানা পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App