×

জাতীয়

কুয়েত থেকে এমপি পাপুলের রায়ের কপি এসেছে: পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৭ পিএম

মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি শহীদ ইসলাম পাপুলের সাজার রায়ের কপি হাতে পাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচল ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েত সরকার থেকে আমরা পাপুলের রায়ের কপি পেয়েছি। এটা ৬১ পৃষ্ঠার রায়। এই রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদকে দেওয়া হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাপুলের এমপি পদ বাতিল হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।

গত ২৮ জানুয়ারি মানব ও অর্থ পাচারের অভিযোগে এমপি পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেন কুয়েতের ফৌজদারি আদালত। এর আগে গত বছরের ৬ জুন তাকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। এমপি পাপুল তারপর থেকেই সে দেশের কারাগারে আটক ছিলেন। ৬ মাস বিচার প্রক্রিয়া শেষে তাকে ওই সাজা দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App