ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়: ড. নাছিম আখতার

আগের সংবাদ

দলে ফিরলেন মোসাদ্দেক, নতুন মুখ নাসুম

পরের সংবাদ

এতদিন কোথায় ছিলেন কিমের স্ত্রী সোল জুই

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২১ , ৫:০৬ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২১ , ৫:০৮ অপরাহ্ণ

উত্তর কোরিয়ার কর্তা কিম জং উনের স্ত্রীকে নিয়ে তেমনভাবে কোনও মাথাব্যাথা নেই কারও। তবে সোল জুই কেন বিগত এক বছর ধরে সকলের সামনে আসছিলেন না তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। হঠাতই স্বামী কিম জং উনের সঙ্গে একই মঞ্চে দেখা গেল তাকে। বহুদিন পর এই দু’জনকে একসঙ্গে দেখে খুশিতে ফেটে পড়েন সেখানে উপস্থিত সকলেই। অনেকে মনে করেন, সোল জুইয়ের বর্তমান বয়স ৩২ বছর। হয়তো করোনার ভয়েই তিনি এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিলেন। খবর: দ্যা টেলিগ্রাফ

এ বিষয়ে প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, সম্ভবত করোনা নিয়ে বেশি ভীত ছিলেন সোল। তাই হয়তো তাকে এতদিন দেখা যায়নি। আবার অনেকে মনে করছেন জুই হয়তো এতদিন ধরে তার সন্তান পালন করতে ব্যস্ত ছিলেন। সেজন্যে তিনি হয়তো নিজেকে সকলের সামনে নিয়ে আসার কোনও ঝুঁকি নেননি। জুই হয়তো অসুস্থ ছিলেন বলেও মনে করছেন অনেকে।

প্রসঙ্গত, কিম জং উনের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত কোনও খবর বাইরে প্রকাশ করা হয় না। তার খুব ঘনিষ্ঠ ব্যক্তিরাই এই খবর রাখেন। জুই একসময় জনপ্রিয় গায়িকা ছিলেন। সেখান থেকেই তার সঙ্গে পরিচয় হয় কিম জং উনের। ১০০৯ সালে তাদের বিবাহ হয়। তাদের তিনটি সন্তান রয়েছে বলেও খবর মিলেছে। তবে এতদিন পর জুইকে সামনে দেখে খুশি সকলেই।

 

এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়