×

স্বাস্থ্য

একদিনে সবেচেয়ে বেশি টিকাদান ২ লাখ ৬২ হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৯ পিএম

আজ গণ টিকাদান কর্মসূচির ১১ম দিনে সারা দেশে করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন। এ পর্যন্ত একদিনে টিকা নেওয়ার ক্ষেত্রে এটিই সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৩২ হাজার ৪১২ জন। এ পর্যন্ত ১১ দিনে টিকা নিয়েছেন সর্বমোট ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে আজ বিকাল সাড়ে ৬টা পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন ২৮ লাখ ৫৯ হাজারের কিছু বেশি মানুষ।

আজ দুপুরে টিকা নিয়েছেন ব্রিটেন, নরওয়ে, ব্রাজিলসহ বিভিন্ন দেশের ৪৫ জন কূটনীতিক। এসময় তারা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনা টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

প্রথম দিন টিকা নিয়েছিলেন মাত্র ৩১,১৬০ জন। গত ২৭ শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App