×

পুরনো খবর

হুজুগে ফেসবুক শেয়ার ডেকে আনে বিপত্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বিশ্বের প্রায় প্রতিটি দেশের সব বয়সি মানুষই এটি ব্যবহার করে থাকেন। কেউ করেন প্রয়োজনে, কেউবা শখের বশে, কেউ কেউ আবার ফেসবুকের জন্যই ফেসবুক ব্যবহার করেন। চ্যাটিং, লাইক, কমেন্ট শেয়ার, সবকিছুতেই সবাই থাকে প্রতিযোগিতার পাল্লায়। চোখের সামনে বিপরীত লিঙ্গের ব্রাইট প্রোফাইল দেখলে তো কথাই নাই, ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়ে ইনবক্সে টক টক করতে যেন তর সয়না। ফেসবুক ব্যবহারকারীর কিছু লোক আছে যারা কোনো পোস্টের সারমর্ম না-বুঝে, ভেতরে কি আছে তার কোনো অংশই না পড়ে সেখানে লাইক, অ্যাংরি, স্যাড, হাহাসহ উল্টাপাল্টা রিয়েক্ট দিচ্ছে। শুধু তাই নয়, কমেন্টে লিখছে বেমানান কথা-বার্তা। এমনও হয়, কেউ পোস্ট করেছে যে, ‘তার বাবা কিছু দিন আগে মারা গিয়েছেন সে এখন মর্মাহত’ সেই পোস্টে একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করেছে ‘শুভকামনা এগিয়ে যাও।’ কেউ একজন পোস্ট করেছে ‘মুমূর্ষু একজন রোগীর জন্য রক্ত প্রয়োজন’ সেখানে কমেন্ট করা হয়েছে ‘নাইস’। এই হলো লাইক কমেন্টের বিষয়। এবার যদি বলি যাচাই-বাছাইয়ের কথা তবে প্রথমেই চলে আসে ভাইরাল ভিডিওর প্রসঙ্গ। আজকের সমাজে যদি কোনো দুর্ঘটনা বা আকস্মিক বিষয় চোখের সামনে ঘটতে দেখা যায় তবে বিপদগ্রস্তদের দিকে উপস্থিত জনতার হাত যায় না তৎক্ষণাৎ হাত চলে যায় পকেটে, আর পকেট থেকে বের হয় ফোন, ধারণ করা হয় ভিডিও, ক্যাপশন; দেয়া হয় নিজের মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছে তাই। কথা হলো নিজের প্রোফাইলকে জনপ্রিয় করতে দুর্ঘটনার ভিডিও শেয়ার করতে হবে। সেখানে জানতে চাওয়া হয় না যে, আসলে সঠিক ঘটনাটা কী বা কেন ঘটল। এ রকম এক ঘটনাকে অন্য ঘটনায় বর্ণনা করে শেয়ার করার ফলে ঘটে যায় বড় ধরনের বিপত্তি। বাংলাদেশে কিছুদিন আগে পদ্মা সেতুতে শিশুর মাথা লাগবে এ রকম একটি বিষয়ও ফেসবুকের মাধ্যমে ছড়ায়, হাজারো শেয়ার, কমেন্টে ভাইরাল হয় সেটি আর তার পরিণতি হয় ভয়াবহ। ছেলেধরা সন্দেহে অনেককেই জীবন দিতে হয় গণপিটুনিতে। ঢাকায় এক মা ও তার সন্তানকে স্কুলে ভর্তির খোঁজখবর নিতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে জীবন দেন। তাই ফেসবুক ব্যবহারে কোনো কিছুর সঠিকতা না জেনে তা শেয়ার করা থেকে নিজদের বিরত রাখা উচিত। শিক্ষার্থী, ময়মনসিংহ। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App