×

জাতীয়

যারা রেজিস্ট্রেশন করেছেন, সবাই ভ্যাকসিন পাবেন: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৩ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রেজিস্ট্রেশনের তুলনায় হাসপাতালের ধারণক্ষমতা কম হওয়ায় অনেকের এসএমএস পেতে দেরি হচ্ছে, তবে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের সবাই ভ্যাকসিন পাবেন।

আজ বুধবার মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন,বয়সসীমা ৪০ বছরই থাকবে। আপাতত পরিবর্তন হবে না।

দেশে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভ্যাক্সিন কার্যক্রম চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পার্শবর্তী রাষ্ট্র ভারত ছাড়া এই অঞ্চলে অন্যকোন রাষ্ট্র তা পারেনি‌। ২৫ লক্ষ মানুষ ইতোমধ্যেই রেজিস্ট্রেশন করেছে। ৬০০ হাসপাতালে ৪২ হাজার কর্মী ভ্যাকসিনেশন কার্যক্রম চালাচ্ছে। ভ্যাকসিনের কোন অভাব আপাতত দেশে নাই, ভবিষ্যতেও হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App