×

অর্থনীতি

ফ্রান্সের টেকনোলজি-নলেজ কাজে লাগিয়ে বাংলাদেশ বিভিসিআই গ্রহণ করতে পারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৬ পিএম

ফ্রান্সের টেকনোলজি-নলেজ কাজে লাগিয়ে বাংলাদেশ বিভিসিআই গ্রহণ করতে পারে

ভার্চুয়াল ওয়েবিনার।

এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক বিনিয়োগ-বাণিজ্য প্রসারের লক্ষ্যে ফ্রান্সের টেকনোলজি-নলেজ ট্রান্সফারের মাধ্যমে বাইলেটারাল ভ্যালু চেইন ইনিশিএটিভ (বিভিসিআই) গ্রহণের উপর জোর দিয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ‘ফ্রান্স-বাংলাদেশ ট্রেড, কমার্স এন্ড ইনভেস্টমেন্ট: প্রসপেক্ট, পোটেনশিয়াল এন্ড চ্যালেঞ্জেস’ বিষয়ক এক ওয়েবিনারে শেখ ফজলে ফাহিম এ কথা বলেন। এমইডিইএফ ইন্টারন্যাশনাল, ফ্রান্স ও ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এ ওয়েবিনারের আয়োজন করে।

তিনি বলেন, “যৌথ উদ্যোগের মাধ্যমে ফ্রান্সের টেকনোলজি ও নলেজ ট্রান্সফার করে বাংলাদেশ প্রতিযোগিতামূলক উৎপাদনের মাধ্যমে দেশীয়, আঞ্চলিক ও বিশ্ব বাজারে প্রবেশের সুবিধা পেতে বাইলেটারাল ভ্যালু চেইন ইনিশিএটিভ (বিভিসিআই) গ্রহণ করতে পারে।

‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মিস্টার পিয়েরে জেন মেলগুইয়ারস, বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুন্সী এমপি, বাণিজ্য সচিব জনাব ড. মো. জাফর উদ্দিন, ফ্রান্সে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব কাজী ইমতিয়াজ হোসেন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App