×

আন্তর্জাতিক

জান্তাবিরোধী বিশাল বিক্ষোভে অচল ইয়াঙ্গুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩৬ পিএম

জান্তাবিরোধী বিশাল বিক্ষোভে অচল ইয়াঙ্গুন

বুধবার গাড়ি জড়ো করে একটি সেতু বন্ধ করে দেয় জান্তা সরকার বিরোধী বিক্ষোভকারীরা

জান্তাবিরোধী বিশাল বিক্ষোভে অচল ইয়াঙ্গুন

সু কি সমর্থকদের জান্তা বিরোধ বিক্ষোভ

মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সু কি সরকারকে উৎখাতে জনগণের সমর্থন আছে বলে সেনাবাহিনীর দাবি অস্বীকার করে এর বিরুদ্ধে ইয়াঙ্গুনে জড়ো হয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ‘রোড ব্লকিং ডে’ বা সড়ক অবরোধ দিবসের অংশ হিসেবে অর্ধশতাধিক গাড়ি দিয়ে দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে তারা। এতে অচল হয়ে পড়েছে শহরটি। বিক্ষোভকারীরা একে আন্দোলনের নতুন কৌশল বলে আখ্যায়িত করেছেন। আয়োজকরা আশা করছেন, এটিই হতে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ। এতে অংশ নেবেন লক্ষাধিক গণতন্ত্রপন্থি মানুষ।

এ পরিস্থিতিতে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষদূত সম্ভাব্য সংঘাতের বিষয়ে সতর্ক করেছেন। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে আটক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছেন মিয়ানমারের সাধারণ জনগণ। অং সান সু চি সহ আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা সেনা বাহিনীর হাতে আটক আছেন।

মঙ্গলবার সু কির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে দ্বিতীয়্ মামলা করে দেশটির নিরাপত্তা বাহিনী। এর পরদিনই ইয়াঙ্গুন শহর অচল করে দিল বিক্ষোভকারীরা।

[caption id="attachment_266159" align="alignnone" width="611"] সু কি সমর্থকদের জান্তা বিরোধ বিক্ষোভ[/caption]

মঙ্গলবার মিয়ানমার সেনাবাহিনী নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। কিন্তু এ নিয়ে সন্দিহান আন্দোলনকারীরা। তারা সামাজিক মাধ্যমে বিক্ষোভকারীদের প্রতি সড়ক অবরোধের আহ্বান জানায়। তাতে সাড়া দিয়েই বুধবার সকাল থেকে শুরু হয় সড়ক অবরোধ। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যাতে কাজে যোগ দিতে না পারেন সেটাই এ বিক্ষোভের লক্ষ্য। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের হাত থেকে নিজেদের রক্ষা করা।

সড়ক অবরোধ দিবসের বেশ কিছু ছবি এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যায়, গাড়ি দিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভকারীদের সরব উপস্থিতির কারণে শহরতলীতে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সু কির মুক্তির দাবিতে শ্লোগান দিচ্ছে। ইয়াঙ্গুনের জংশনে বহু পাবলিক বাস আটকে পড়েছে।

 সুল বুদ্ধ মন্দির এলাকায় বিশাল বিক্ষোভে অংশ নিতে লক্ষাধিক মানুষ আশপাশের এলাকায় অবস্থান করছেন। আয়োজকদের প্রত্যাশা বুধবারের বিক্ষোভ এ যাবতকালের মধ্যে সর্ববৃহৎ হতে যাচ্ছে। সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় অং সান সূ চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির জ্যেষ্ঠ সদস্য খিন সান্দার নাগরিকদের উদ্দেশে বলেন, লাখ লাখ মানুষের জমায়েতে অংশ নিয়ে  সেনা সরকারকে উৎখাত করুন।

মঙ্গলবার মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষদূত টম অ্যান্দ্রেজ দেশটিতে বৃহত পরিসরে সংঘাতের তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন। আন্দোলনকারীদের জমায়েতের জায়গায় অতিরিক্ত সেনা মোতায়েনের পরই তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।

সু কির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশটির নভেম্বরের নির্বাচনে ভূমিধস জয় পায়। এ প্রেক্ষাপটে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App