×

জাতীয়

৬ মাসে বাড়েনি অর্থনীতি পুনরুদ্ধারের গতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৩ পিএম

৬ মাসে বাড়েনি অর্থনীতি পুনরুদ্ধারের গতি
৬ মাসে বাড়েনি অর্থনীতি পুনরুদ্ধারের গতি

লোগো

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ছয় মাসে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত জরিপে এ তথ্য উঠে আসে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সানেম জানায়, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কিছুটা ধীর হয়ে গেছে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি ।

৫০০টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সানেমের বিজনেস কনফিডেন্স ইনডেক্স (বিসিআই) জরিপে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, জরিপ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৭১ শতাংশ তাদের অর্থনীতি পুনরুদ্ধারের কথা জানিয়েছে। পুনরুদ্ধার হওয়া ব্যবসা প্রতিষ্ঠানের ১৬ শতাংশ দৃঢ়ভাবে ব্যবসায় ফিরে এসেছে এবং ৪০ শতাংশ মাঝামাঝি অবস্থায় এসেছে। বাকি ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোনোভাবে ব্যবসা পুনরুদ্ধার করতে পেরেছে।

গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সানেমের বিসিআইয়ের দ্বিতীয় রাউন্ড জরিপের ফলও প্রায় একইরকম ছিল।

সানেমের দক্ষিণ এশীয় নেটওয়ার্কের নির্বাহী পরিচালক সেলিম রায়হান ভার্চুয়াল আলোচনা সভায় জরিপের ফল তুলে ধরেন। তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বিসিআইয়ের খুব একটা উন্নতি হয়নি। রপ্তানি গন্তব্যগুলোতে করোনার প্রভাব থাকায় এ অবস্থার উন্নতি হয়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App