×

জাতীয়

১০ দিনে টিকা নিলেন সাড়ে ১৩ লাখেরও বেশি মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১০ পিএম

সারাদেশে জাতীয়ভাবে টিকাদান শুরুর ১০ দিনে সবমিলিয়ে দেশজুড়ে টিকা নিয়েছেন ১৩ লাখ ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন। এর মধ্যে মঙ্গলবারই টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৯০২ জন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত ‘কভিড-১৯ ভ্যাকসিন প্রদান সংক্রান্ত দৈনিক তথ্য (সারাদেশ)’ শিরোনামে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোট টিকা গ্রহীতার মধ্যে পুরুষ রয়েছেন ৯ লাখ ২৩ হাজার ৫১৬ জন। আর নারী রয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৯৭ জন। মঙ্গলবার দেশজুড়ে টিকা নেওয়াদের মধ্যে পুরুষ রয়েছেন এক লাখ ৪৯ হাজার ৮৯২ জন। আর নারী ৭৭ হাজার ১০ জন। এদিন ঢাকা বিভাগে নিয়েছেন ৭২ হাজার ৭৩৯ জন। ময়মনসিংহ বিভাগে নিয়েছেন নয় হাজার ৮৭২ জন, চট্টগ্রামে নিয়েছেন ৪৯ হাজার জন, রাজশাহীতে ২৪ হাজার ৯২০ জন, রংপুরে নিয়েছেন ২০ হাজার ৮১১ জন, খুলনায় ২৫ হাজার ২৬ জন, সিলেটে ১২ হাজার ৩৯৮ জন এবং বরিশালে টিকা নিয়েছেন ১২ হাজার ১৩৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App