×

আন্তর্জাতিক

মিয়ানমারে সু কির বিরুদ্ধে রুদ্ধদ্বার বিচার শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৯ পিএম

অং সান সু কির বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেছে মিয়ানমারের পুলিশ। এর মধ্য দিয়ে সু কির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্য শুরু করছে মিয়ানমারের জান্তা সরকার। এর আগে তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি আমদানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।

এবারের মামলাটি হচ্ছে দেশটির দুর্যোগ আইন ভঙ্গ সংক্রান্ত। সু কির আইনজীবী খিন মং জাওকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে রয়টার্স।

তিনি জানান, কোভিড-১৯ কড়াকড়ির কারণে ভিডিওকলের মাধ্যমেই মামলা লড়তে হচ্ছে সু কিকে। এরইমধ্যে একজন বিচারকের সঙ্গে কথা বলেছেন সু কি।

তবে এতে আইনজীবীদের অংশ নিতে দেওয়া হয়নি। জাওকে সু কির স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো এ বিষয়ে কোনো সংবাদ তারা পাননি। আগামী ১লা মার্চ আদালতে সু কির মামলার শুনানি হবে বলেও জানান তার আইনজীবী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App