×

আন্তর্জাতিক

কঙ্গোতে নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৭ এএম

কঙ্গোতে নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

অতিরিক্ত যাত্রীবোঝাই ও মালামালের কারণে কঙ্গো নদীতে ডুবে যায় নৌকা। ছবি: ইপিএ।

কঙ্গোতে নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

অতিরিক্ত যাত্রীবোঝাই ও মালামালের কারণে কঙ্গো নদীতে ডুবে যায় নৌকা। ছবি: এএফপি।

কঙ্গোতে একটি নৌকা ডুবে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক যাত্রী। জীবিত উদ্ধার করা হয়েছে আরো অন্তত ৩০০ জনকে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর গার্ডিয়ান ও আল জাজিরার।

দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ এমবিকায়ি বলেন, অতিরিক্ত যাত্রীবোঝাই ও মালামালের কারণে নৌকাটি দেশটির পশ্চিমে মাই এনডোম্বে প্রদেশে কঙ্গো নদীতে ডুবে যায়। ওই একটি নৌকাতেই যাত্রী ছিল ৭০০ জন।

এমবিকায়ি শোকার্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রোববার রাতে নৌকাটি কিনশাসা থেকে এমবান্ডাকার দিকে রওয়ানা হয়েছিল। দেশটিতে নৌকা দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। ধারণক্ষমতার চেয়ে নৌকায় অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাইয়ের কারণে এমন দুর্ঘটনা ঘটে। তাছাড়া দেশটির সহস্রাধিক কিলোমিটার পথ নৌকা দিয়েই পারি দিতে হয়। নৌকা ও নদীই সেখানে চলাচলের একমাত্র ভরসা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App