×

শিক্ষা

সব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৯ মে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৩ এএম

সব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৯ মে

ফাইল ছবি

দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী লিখিত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ (চতুর্থ বিষয় বাদে) ন্যূনতম ৮ থাকতে হবে।

পৃথকভাবে এসএসসিতে জিপিএ ৩.৫ এবং এইচএসসিতে জিপিএ ৩.৫ থাকতে হবে। আবেদনের তারিখসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রবিবার অনুষ্ঠিত এক সভায় আগামী ২৯ মে ভর্তি পরীক্ষা গ্রহণের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এবারের ভর্তি পরীক্ষা কার্যক্রমে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় লিড ইউনিভার্সিটি হিসেবে দায়িত্ব পালন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App