×

জাতীয়

মানুষের আরো কাছে আসতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৭ পিএম

মানুষের আরো কাছে আসতে হবে
ভোরের কাগজকে গোটা দেশের সামগ্রিক চেহারা, চিন্তা, পরিকল্পনা, বিশেষ করে দেশের মৌলিক পরিকল্পনাগুলোকে সামনে রেখে সমালোচনামূলক লেখা উপহার দিতে হবে। জনগণ কীভাবে নেবে, নিচ্ছে সেগুলো তুলে ধরতে হবে। ভোরের কাগজকে জনগণের আরো কাছাকাছি নিয়ে আসতে হবে। একটা বৃত্তের মধ্যে না থেকে, সাংবাদিকতা করতে হলে জনগণের কাছাকাছি যেতে হবে। এটা তো আর সাহিত্য নয়। খবরের কাগজে মানুষের অভাব-অনটন দৈনন্দিন জীবনযাপনের বিষয়গুলো উঠে আসে। সংবাদপত্রের উপকারের শেষ নেই। সংবাদপত্রে পূর্ণ নিরপেক্ষতার ভূমিকাটাই আসল। যদিও এটা পৃথিবীর খুব কম দেশেই রয়েছে। সংবাদপত্রগুলো বিভিন্ন পন্থি হয়ে যাচ্ছে। কেউ আওয়ামীপন্থি, কেউ জাতীয়তাবাদপন্থি। খবরের কাগজ থেকে মনোযোগ হারিয়ে যাচ্ছে। অথচ বিখ্যাত কিছু কিছু মানুষ বলে গেছেন, ভবিষ্যতে মানুষ সকালবেলা উঠে খবরের কাগজ পড়বে। তবে খবরের কাগজ তো আর কোনো কিছু বদলে দেবে না। কোনো একটি বিষয়কে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে পারে। খবরের কাগজকে খুব সাবধানতার সঙ্গে চলতে হয়। কারণ কতগুলো রেস্ট্রিকশন আছে। এগুলো থাকা উচিত। যেমন- রাষ্ট্রবিরোধী কোনো কথা বলা বা লেখা উচিত নয়। তবে যারা শাসক রয়েছে তাদের সম্বন্ধে কথা বলা যেতে পারে। খবরের কাগজে প্রতিদিনের সঙ্গে যোগসাজশ রয়েছে। গত দিনের কাগজ না পড়লে আজকের কাগজের মর্ম বোঝা সম্ভব হয় না। সবাইকে মনে রাখতে হবে, সময় যদি গতানুগতিকভাবেই চলে তাহলে তোমার কোনো পরিবর্তন হয় না, প্রতিদিন নতুন করে দিনটাকে আবিষ্কার করতে না পারি, প্রতি মুহূর্তকে পরিবর্তনশীল করতে না পারি তাহলে এই চলমান জগতে কিছু লাভ করা যায় না। বাংলাদেশ ৫০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি এসবের পেছনে হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি যুক্ত রয়েছে। সম্প্রতি এগুলো হারিয়ে গেছে অথবা আমরা ইচ্ছা করেই এগুলো ত্যাগ করেছি। নানারকম বিভাজন হয়েছে। দুই বাংলা আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার ফলে আসতে আসতে দুই বাংলার ভাষা-সংস্কৃতি ইত্যাদির মধ্যে আর যোগাযোগ থাকছে না। তবে যা হোক, আমি সবসময় আশা প্রকাশ করি, ফিউচার উইল বেটার দেন প্রেজেন্ট। অতীতের চেয়ে বর্তমান ভালো, আর বর্তমানের চেয়ে ভবিষ্যৎ আরো ভালো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App