×

জাতীয়

চতুর্থ ধাপে ভোট পড়েছে ৬৫ দশামক ৬৮ শতাংশ: ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৬ পিএম

সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে ৬৫ দশমকি ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান। সোমবার নির্বাচন ভবনে তিনি এ তথ্য জানান।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় মেয়র পদে ১৪ লাখ ৫৪ হাজার ৪৮০ জনের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল। কিন্তু ভোট দিয়েছেন ৯ লাখ ৫৫ হাজার ২৪০ জন। অর্থাৎ, এ ধাপে ভোট পড়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ।

গতকাল চতুর্থ ধাপে সবচেয়ে বেশি ভোট পড়েছে বরিশালের বানারীপাড়ায়, ৯২ দশমিক ৬০ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে চট্টগ্রামের পটিয়ায়, ৪৬ দশমিক ০৭ শতাংশ। এখানে নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

এবার ২০২০ সালের ২৮ ডিসেম্বরের পৌরসভায় প্রথম ধাপে ভোটগ্রহণ হয়। এতে ভোট পড়ে ৬৫ শতাংশ, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারির নির্বাচনে ৬২ শতাংশ ও ৩০ জানুয়ারির তৃতীয় ধাপের নির্বাচনে ৭০ দশমিক ৪২ শতাংশ ভোট পড়ে। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের ভোট হবে।

চার ধাপে সবচেয়ে বেশি পৌরসভা মেয়র পদ পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী। এক্ষেত্রে আওয়ামী লীগের ১১৫ জন, বিএনপি ১০ জন ও স্বতন্ত্র থেকে ৩০ জন পৌর মেয়র পদে জয় পেয়েছে। চতুর্থ ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির একজন ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হন। তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হয়েছেন। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। আর প্রথম ধাপে আওয়ামী লীগের ১৮ জন, বিএনপির দু’জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App