দীর্ঘ দশ বছরের সাফল্যের ধারাবাহিকতায় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এবারো স্টার সিনেপ্লেক্স আয়োজন করেছিল ‘ভ্যালেন্টাইন ফেস্ট সিজন : ১০’। দম্পতিদের কাছ থেকে তাদের ভালোবাসা, আবেগ ও সুন্দর মুহূর্তের ছবি নিয়ে আয়োজিত হয়েছিল ভিন্নধর্মী এক প্রতিযোগিতা।
স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজের মাধ্যমে দম্পতিদের কাছ থেকে ছবি আহবান করা হয়। এতে সাড়া দিয়ে বিপুল সংখ্যক দম্পতি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। লাইক সংখ্যার ভিত্তিতে এর মধ্য থেকে সেরা ৩০টি ছবি নির্বাচন করা হয়। এই ৩০ দম্পতি পুরস্কার হিসেবে পেয়েছেন আকর্ষণীয় উপহারসামগ্রী ও স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার সুযোগ।
গতকাল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের বিকালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।