হোম অব ক্রিকেট মিরপুরে আজ চতুর্থ দিন টাইগার বোলারদের দাপটে কোমর সোজা করে দাঁড়াতেই পারেনি উইন্ডিজের ব্যাটসম্যানরা। ফলে মধ্যাহ্নবিরতির শেষে সব উইকেট খুইয়ে মমিনুল বাহিনীর সামনে ২৩০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে উইন্ডিজ।
ঢাকা টেস্টে জয় পেতে হলে টাইগার ব্যাটসম্যানদের দেখে শুনে বেশ ঠাণ্ডা মাথায় খেলতে হবে। ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরু থেকেই উন্ডিজের উপর চড়াও টাইগার বোলাররা।
দিনের শুরুতেই আবু জায়েদ রাহির বোলিং তোপ আর সেই সঙ্গে ঘূর্ণি ঝড় তোলেন তাইজুল ইসলাম। তবে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বেশ লড়ছিলেন বোনার ও ডা সিলভা। তবে মধ্যহ্ন বিরতির পর ফিরেই তাইজুল আর নাঈমের ঘূর্ণিতে উইন্ডিজ শেষ ৪টি উইকেট মাত্র ১৩ রানে হারালে দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ মাত্র ১১৭ রানে অলআউট হয়। আর তাতেই বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৩১ রানের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।