×

পুরনো খবর

ঢাবি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের উদ্যোগে মাস্ক বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১১ পিএম

ঢাবি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের উদ্যোগে মাস্ক বিতরণ

ডিইউডিএমএএর উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি

ঢাবি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালামনাইয়ের উদ্যোগে মাস্ক বিতরণ

করোনা মহামারির প্রকোপ কমলেও তা এখনও কাটেনি। এরমধ্যে জনজীবনে স্বাভাবিকতা আসতে শুরু করলে অনেকেই এখন আর স্বাস্থ্যবিধিতে গুরুত্ব দিচ্ছেন না। ঘরের বাইরে বের হলেই এখন অনেককে মাস্ক ছাড়া দেখা যাচ্ছে। এ উপলব্ধি থেকেই এই সময়ে মাস্ক ব্যবহারে সচেতনতা তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউডিএমএএ)।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে সংগঠনটি।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জিল্লুর রহমান বলেন, করোনা পুরোপুরি নির্মুল না হলেও মানুষের মধ্যে সচেতনতা কমছে। আমাদের এই ক্ষুদ্র কর্মসূচি মানুষের মাঝে সচেতনতা পুনঃজাগরণের জন্য নেয়া হয়েছে।

[caption id="attachment_265583" align="alignnone" width="960"] বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করছেন সদস্যরা।[/caption]

নির্বাহী সদস্য শওকত হোসেন খান মনির বলেন, সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহারে অনীহা নেই। তাদের অনীহা মাস্ক কেনায়। কিন্তু এটা যে তাদের প্রয়োজন সেটা বোঝাতে হবে। এই কর্মসূচি সেই প্রতীকী অর্থে নেয়া হয়েছে।

এ সময় অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু তাহের, এজাজ আহমেদ ও সায়েদুল হক নিশান।

এর আগে সংগঠনটি কোভিড ১৯ প্রাদুর্ভাবের প্রথম পর্যায়ে চার মাস দেশব্যাপী বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দিয়েছিল।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর শিক্ষার্থীদের সংগঠন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App