×

সারাদেশ

কেশবপুরে ২৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহিদ মিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪০ পিএম

কেশবপুরে ২৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহিদ মিনার

শহীদ মিনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে যশোরের কেশবপুর উপজেলার ৩১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে মধ্যে ২৫১টিতেই কোনো শহীদ মিনার নেই। শহিদ মিনার রয়েছে মাত্র ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে। তবে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান একুশে ফেব্রুয়ারি পালিত হয়ে থাকে।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ৩১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সরকারি প্রাইমারি বিদ্যালয়ের সংখ্যা ১৫৮। এর মধ্যে মাগুরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখালি, গোপসেনা, ভান্ডারখোলা, সুন্তিয়া, হাড়িয়াগোপ, জিয়েলতলা, পাথরঘাটা, শানতলা ও ডুঙ্গাঘাটা সরকারিসহ মোট ১২টি প্রাথমিক বিদ্যলয়ে শহীদ মিনার আছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।

উপজেলার মাধ্যমিক স্কুল ৭২টি, ৫২টি মাদরাসা ও ১২টি কলেজসহ মোট ১৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার আছে। এ ছাড়া উপজেলায় ২৫টি কিন্ডারগার্টেন ও প্রতিবন্ধী স্কুল থাকলেও একটিতে নেই কোনো শহীদ মিনার।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে শহীদ মিনার নির্মাণ করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App