×

জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৭ পিএম

রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন

ছুরিকাঘাত।

রাজধানীর মুগদার মান্ডায় ছুরিকাঘাতে হাসান (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। সে একটি ছাপা খানায় কাজ করতো। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মান্ডা লেটকা ফকিরের গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হাসানের বড় ভাই মোঃ হাবিব জানান, হাসান একটি ছাপাখানায় কাজ করে। তাদের বাড়ি কুমিল্লা দেবিদ্বার উপজেলার বেররা গ্রামে। তিন ভাই এক বোনের মধ্যে দ্বিতীয় হাসান পরিবারের সাথে মান্ডা লেটকা ফকিরের গলিতে থাকে। হাবিব জানায়, সন্ধ্যায় একই এলাকার ব্যান্ডেজ গ্রুপের কয়েকজন কিশোর হাসানকে ডেকে নেয়। এরপর বাসার অদূরেই তারা হাসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। কী কারণে বা কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে বড় ভাই হাসান কিছু জানাতে পারেনি। হাসপাতাল থেকে পুলিশের হাতে আটক হওয়া অভিযুক্ত বেলাল (১৮) জানায়, সে মদিনাবাগে থাকে। কয়েক মাস আগে হাসানের বন্ধু সাগর, চাদমনীসহ আরো কয়েকজনের সাথে সিনিয়র জুনিয়র নিয়ে অভিযুক্ত বেলালের সাথে দ্বন্দ্ব হয়। আজ সন্ধ্যায় বেলাল তার বন্ধু আশিক, মেজু, রতনসহ আরো কয়েকজন লেটকা ফকিরের গলিতে বেড়াতে যায়। তখন হাসানসহ হাসানের বন্ধুরা প্রথমে বেলালদের উপরে আক্রমণ করে। পরে ওই ছুরি কেড়ে নিয়েই বেলাল হাসানকে ছুরিকাঘাত করে। এতে তার পেটে ও গলায় গুরুতর যখম হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মুগদা থানা জানানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেলালসহ আরো কয়েক জনকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App