×

আন্তর্জাতিক

মিয়ানমারের ৩৫০ কোটি টাকা আটকে দিলো যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫৬ পিএম

মিয়ানমারের ৩৫০ কোটি টাকা আটকে দিলো যুক্তরাষ্ট্র
মিয়ানমারের ৩৫০ কোটি টাকা আটকে দিলো যুক্তরাষ্ট্র

মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডি/ফাইল ছবি

মিয়ানমার সরকারের জন্য বরাদ্দকৃত চার কোটি ২০ লাখ ডলার (প্রায় ৩৫০ কোটি টাকা) সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র সরকার। বৃহস্পতিবার মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির ভারপ্রাপ্ত প্রশাসক গ্লোরিয়া স্টিল এ ঘোষণা দেন।

তবে রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পাশাপাশি চিন, কাচিন, রাখাইন ও শান রাজ্যে মানবিক সহযোগিতা করবে মার্কিন সরকার।

যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপিতে জানানো হয়, সামরিক বাহিনী ‘ক্যু’র মাধ্যমে ক্ষমতা দখলের কারণে মিয়ানমারের জন্য বরাদ্দ সহায়তা পর্যালোচনা করছে ইউএসএআইডি। এই পর্যালোচনার কারণে অবিলম্বে মিয়ানমার সরকারের জন্য চার দশমিক দুই কোটি ডলার বরাদ্দ বাতিল করে ওই দেশের সুশীল সমাজকে শক্তিশালী করার কাজে ব্যবহার করা হবে।

মিয়ানমারের জনগণের জন্য প্রায় সাত কোটি ডলার সহায়তা দেবে ইউএসএআইডি এবং স্বাস্থ্য খাতে ও কোভিড-১৯ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App