×

বিনোদন

ফাল্গুনে ‘মন কেমনের দিন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৫ পিএম

ফাল্গুনে ‘মন কেমনের দিন’

‘মন কেমনের দিন’ নাটকে আনিসুর রহমান মিলন ও সাবাহ সারিকা

ফাল্গুনে ‘মন কেমনের দিন’

ভালোবাসায় বিশ্বাস-অবিশ্বাস, দ্বন্দ্ব-সংঘাত আর সংসারের টানাপড়েন নিয়ে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন ফাল্গুনের নাটক ‘মন কেমনের দিন’। নাটকের কাহিনী নিয়ে বলতে গিয়ে নির্মাতা বলেন, রঞ্জন আর মায়ার বিয়ে হয়েছে তিন বছর। সুখের সংসার তাদের। স্বামী রঞ্জন অফিসের কাজে দারুণ ব্যস্ত। অফিসের কাজ নিয়েই বেশির ভাগ সময় দেশে-বিদেশে কাটাতে হয় তাকে। স্ত্রী মায়াকে দেয়ার মতো অবসর খুব একটা নেই বললেই চলে।

চয়নিকা জানান, রঞ্জন ও মায়ার বিয়েবার্ষিকীতে ঘটে নাটকীয় কাণ্ড। বাসায় এসে হাজির হয় অপরূপা সুন্দরী অপর্ণা। সে এসেই রঞ্জনের খোঁজ করে। মায়ার পরিচয় পেয়ে বলে, অফিসে ফোন করে রঞ্জনকে আসতে বলো। বলো, তোমার অপর্ণা এসেছে। অপরিচিত এই আগন্তুককের কথায় চমকে ওঠে রঞ্জনের স্ত্রী মায়া! তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। শুরু হয় নানা নাটকীয়তা। এভাবেই এগিয়ে চলে নাটকটির কাহিনী।

ফারিয়া হোসেনের রচনায় এ নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, সাবাহ সারিকা প্রমুখ। বৈশাখী টেলিভিশনের পর্দায় আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App