×

জাতীয়

পি কে হালদারসহ ৬৪ জনের ব্যাংক লেনদেন আরো ১ মাস বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৮ পিএম

পি কে হালদার এবং তার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৬৩ জনের ব্যাংক হিসাব তৃতীয় দফায় আরও এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের লেনদেন করা যাবে না।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং সংক্রান্ত তদারকি সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে এ সংক্রান্ত আদেশ পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, ৬৪ জনের নিজের নামে বা তাদের স্বার্থসংশ্লিষ্ট নামে পরিচালিত হিসাবগুলোর (শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি ছাড়া) লেনদেন আরও ৩০ দিনের জন্য অবরুদ্ধ থাকবে।

বাকিদের মধ্যে রয়েছেন— পি কে হালদারের ভাই প্রিতিশ কুমার হালদার, রেজাউর রহমান, মিজানুর রহমান, মো. নওশের-উল ইসলাম, মমতাজ বেগম, বসুদেব ভট্টাচার্য, পাপিয়া ভট্টাচার্য, কাজী মমরেজ মাহমুদ ও তার স্ত্রী আফরোজা সুরাইয়া মজুমদার, প্রশান্ত দেউরি, মো. মোস্তাফিজুর রহমান, স্বপন কুমার মিস্ত্রি ও তার স্ত্রী পূর্ণিমা রানী হালদার, অমিতাভ অধিকারীসহ ৪৮ জন।

মানি লল্ডারিং সংক্রান্ত মামলার তদন্তে গত বছরের ১২ আগস্ট ৮৩ জনের হিসাব স্থগিত রাখা হয়েছিল। পরবর্তীতে ওই তালিকা থেকে ১৯ জনের হিসাব অবমুক্ত করে দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App