×

জাতীয়

করোনায় ৯ মাসে মধ্যে সবচেয়ে কম মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩৩ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন, যা গত ৯ মাসের মধ্যে সবচেয়ে কম। এ আগে গত বছরের ৬ মে ৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এছাড়া, শনাক্তের হারও কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দুই দশমিক ৮২ শতাংশ। বেড়েছে সুস্থতার হারও। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছন ৪০৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৬ হাজার ৩৯৩ জন। অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দুই দশমিক ৮২ শতাংশ, এখনও পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৮ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর ১ দশমিক ৫৩ শতাংশ।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App