×

সাময়িকী

সুখপাখি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৯ পিএম

সুখপাখি
নিরঙ্কুশ শূন্যতায় ডুবে থাকা অগণন বসন্ত পেরিয়ে শেষে... বলোনা কোথা হতে এলে- নিকষ আঁধারে দ্বীপ জ্বেলে? শুভ্র কুয়াশার মেঘে উড়েউড়ে বাতাসে প্রণয়ের শিস ছুড়ে- সুখপাখি, সেই তুমি এলে!! আগুনবরণ মাখা মখমল পালক চপল ছন্দ চলায় কণ্ঠে নীলমণিহার নক্ষত্র খচিত দুটি চোখ তোমার, মোহনীয়তায় ঘেরা টোলপরা হাসি- বলোনা, কোথা হতে এলে সুখপাখি? শূন্যতার বিবর্ণ সীমানা ছাড়িয়ে প্রত্যাশার দুটি হাত বাড়িয়ে- ব্যাকুল হয়ে শুধু তোমাকে ডাকি \

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App