×

সাময়িকী

লীনুয়াকাহন-১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২১ পিএম

লীনুয়াকাহন-১০
পূর্ণতার কাছে থাকে অপূর্ণর ঋণ যেমন জলের কাছে জলজ সে দায়। কবিতাকে চিনে নিতে অপারগ তুমি অচেনা যেমন তুমি বনলতা, নীরা আর নীলাম্বরীদের। শব্দের লাবণ্য ভরা অপরূপ কবিতার কথাই বলছি! তোমার বাড়ির পাশে ছিল যার প্রকৃতির ঘর। তোমার দুয়ারে রোজ যাওয়ার পথে বিশ্বাসের আলো জ্বেলে দেখেছে আমাকে লীনুয়া, তোমাকে পেতে উপেক্ষা করেছি আলোর ঠিকানা তার গহীনের টান সেদিনের নীলাভ সে মুক্তোগুলো নিয়ে তোমার আঙ্গিনা পেরোতেই, কবিতা আমার হাত ধরে নেমে এলো আজন্ম বন্ধনে সেই থেকে তার সাথে সহবাস আমার লীনুয়া, তোমার অপূর্ণতে পূর্ণ শুধু আমি আমার অপূর্ণতায়, পূর্ণ আমার শব্দরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App