চলছে বিয়ের মৌসুম। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে বাসরঘরের একটি ছবি। ভাইরাল ওই ছবিটিতে দেখা যাচ্ছে, ফুলশয্যার দিন রীতিমতো সাজগোজ করে খাটে বসে রয়েছেন কনে। অন্যদিকে, কম্পিউটারের সামনে বসে রয়েছেন বর। মাথার টোপরটিও পর্যন্ত খোলেননি।
কিন্তু কী করছেন তিনি? সেই নিয়েই অনেকে কৌতূহল প্রকাশ করতে থাকেন। অনেকেই ছবিটির সঙ্গে নিজের মতো করে মন্তব্য করেছেন। মন্তব্যগুলো এরকম-
‘একটু অপেক্ষা করো, আমাকে আর একটি ড্যান্সিং ব্যাংয়ের ভিডিও বানাতে দাও।’
‘একটু অপেক্ষা করো, আমি ইন্টারনেটে কী কী সার্চ করেছি, সেগুলো মুছে ফেলি আগে।’
‘একটু অপেক্ষা করো, টুইটারের নোটিফিকেশন এসেছে।’
অনেকেই ছবিটি শেয়ার করেছেন। তবে ছবিটি কোথাকার, কবে তোলা তা জানা যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।