তোমার জন্যে বিষণ্নকাল কাটাই আমি
এই পৃথিবীর অর্ধবেলা,
বাকী অর্ধ হাতিপাতি, চোখের মধ্যে খুঁজতে থাকি
তোমার হাঁটা-চলা
আজো আমি আশায় থাকি, ভালোবাসার হাত ছাড়ি না,
পা ছাড়ি না তাই
তুষার ক্ষেতে থোকা থোকা বরফ কুসুম উড়তে দেখে
সেদিক ফিরে চাই,
তোমার জন্যে বিষণœকাল কাটাই আমি
এই পৃথিবীর অর্ধবেলা,
সুরাপায়ী শব্দ খুঁজি, ছন্দ খুঁজি, পয়ারে পাই
চিত্রকল্পের খেলা
মাত্রাবৃত্তের চালে তুমি বেভুল বালক ভাসালে ফের
কালিদাসের ভেলা
প্রণয় তোমার হৃৎকমলে, শব্দ ক্ষুরধার, ছন্দে তুমি
নাচালে অবহেলা
কি বলবো আর, তোমার কথা, খুঁজি আমি পথের রেখা
একলা আমি, এই অবেলা।
তোমার জন্যে বিষণœকাল কাটাই আমি
এই পৃথিবীর অর্ধবেলা,
বাকী অর্ধ হাতিপাতি, চোখের মধ্যে খুঁজতে থাকি
তোমার হাঁটা-চলা\
২৯ জানুয়ারি, ২০২১
আইসবোট টেরেস, টরন্টো
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।