×

জাতীয়

সরকারের কাছে ১০ লাখ টিকা চায় বেসরকারি খাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫০ পিএম

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি এমএ মুবিন খান, বেসরকারি স্বাস্থ্য খাতের জন্য সরকারের কাছে ১০ লাখ টিকা চেয়েছেন।‌ তিনি বলেন, সরকার প্রাইভেট সেক্টরে করোনার ১০ লাখ ডোজ টিকা দিলে আমরা তা কিনে নিতে চাই।‌তবে এর মূল্য নির্ধারণ করে দেবে সরকার। তিনি আরো বলেন, ভারত থেকে দেশে আসা টিকাগুলোর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেয়াদ আছে। এই টিকাগুলো জাতীয় সম্পদ। এই সম্পদের যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত হয় সেই জন্য টিকাদান কর্মসূচিতে বেসরকারি স্বাস্থ্যখাতকে সম্পৃক্ত করা জরুরি। এর ফলে মানুষ তার সুবিধামত নিকটবর্তী কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। টিকাদান কেন্দ্র সংখ্যা বাড়লে অন দ্যা স্পট রেজিস্ট্রেশন সফল হবে। আজ বুধবার বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন ( বিটিএমসিএ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।‌

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App