×

সারাদেশ

সরকারি গাছ বিক্রি করে দিলেন সাবেক চেয়ারম্যান 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩০ পিএম

সরকারি গাছ বিক্রি করে দিলেন সাবেক চেয়ারম্যান 

মনু শেখ গাছ কাটলে তা বন্ধের নির্দেশ দেন বোয়ালমারী উপজেলা প্রশাসন।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সরদার মজিবর রহমানের বিরুদ্ধে ৫টি মেহগনি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান বলেন, ওই গাছগুলো আমার ব্যক্তিগত জায়গায় পড়েছে। গাছগুলোর শিকড় আমার বিল্ডিংয়ের ক্ষতি করছে। তাই গাছগুলো কেটে ফেলা হচ্ছে।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষপুর ইউনিয়নের ভীমপুর বাজারে মার্কেটের সামনের সরকারি জমির ৫টি মেহগনি গাছ সম্প্রতি বিক্রি করেন ওই সাবেক ইউপি চেয়ারম্যান। বুধবার সকালে ওই মেহগনি গাছগুলো কাটা শুরু করেন ব্যবসায়ী মো. মোতালেব হোসেন। তিনি ৫টি গাছ সাবেক চেয়ারম্যানের কাছ থেকে ২৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

৩টি গাছ কাটার পর অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী উপজেলা প্রশাসন গাছ কাটা বন্ধের নির্দেশ দেন। জানান গাছ কর্তনকারী মনু শেখ।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, খবর পেয়ে গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছি এবং তহশিলদার পাঠিয়েছি। তহশিলদারের মাপজোখ শেষে জানা যাবে ওই গাছগুলো সরকারি না ব্যক্তি মালিকানাধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App