×

আন্তর্জাতিক

ভারতে হিমবাধ ধস: এখনও নিখোঁজ ২ শতাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪২ পিএম

ভারতে হিমবাধ ধস: এখনও নিখোঁজ ২ শতাধিক

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধস

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিমবাহ ধসের পর ঘটা দুর্যোগের তিন দিন পার হলেও দুই শতাধিক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের অধিকাংশই ঋষিগঙ্গার তপোবন বিষ্ণুগাদ জলবিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত শ্রমিক ছিলেন। খবর: বিবিসি ও রয়টার্স রাজ্য পুলিশ জানায়, উদ্ধারকারীরা পর্বতগুলোর আশপাশ থেকে ও ধূলিগঙ্গা নদীর নিম্নপ্রবাহ থেকে এ পর্যন্ত ৩২টি লাশ উদ্ধার করেছেন।

ধারণা করা হচ্ছে, বিদ্যুৎকেন্দ্রের একটি সুড়ঙ্গে আটকা পড়ে আছেন অন্তত ৩৫ জন নির্মাণ শ্রমিক। তাদের সন্ধান পেতে উদ্ধারকারীরা সুড়ঙ্গের ভেতরে একটি ড্রোন পাঠিয়েছে।

রোবাবার স্থানীয় সময় সকালে হিমবাহ ধসের পর অলকনন্দা ও ধূলিগঙ্গা নদীতে দেখা দেওয়া আকস্মিক বন্যায় বিপুল পরিমাণ কাদা ও পাথর নেমে আসায় কয়েকটি সেতু ও বাঁধ চোখের পলকে ভেসে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App