×

জাতীয়

টিকায় বেসরকারি স্বাস্থ্যখাতকে যুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৮ পিএম

করোনা টিকাদান কার্যক্রমে বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১০ ফেব্রুয়ারি)  ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম : বেসরকারি স্বাস্থ্য খাতের সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এই আলোচনা সভার আয়োজন করে। সভার শুরুতে বিপিএমসিএর পক্ষ থেকে এই কার্যক্রমে বেসরকারি হাসপাতালগুলোকে সম্পৃক্ত করার দাবি জানানো হয়। সংগঠনের নেতারা বলেন, বিভিন্ন দুর্যোগে সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য খাত সেবা দিয়েছে। করোনা রোগী শনাক্ত, করোনা রোগীদের চিকিৎসায়ও বেসরকারি হাসপাতাল সেবা দিয়েছে। তবে টিকাদান কর্মসূচিতে এখনো বেসরকারি স্বাস্থ্যখাতকে সম্পৃক্ত করা হয়নি। এই খাতকে এই কর্মসূচিতে যুক্ত করা গেলে টিকাদান কর্মসূচি আরো বেগবান হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন,এই কর্মযজ্ঞে আপনারা যুক্ত হতে চান তা আমাদের জন্য আনন্দের খবর। আশা করি প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আপনারাও এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পারবেন। এই প্রক্রিয়া শুরু করতে যেসব নিয়মকানুন, শর্ত আছে, সেগুলো পালন শেষে কাজটি শুরু হবে। বিপিএমসিএ’র সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, এফবিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, স্বাচিপের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া, আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন খান প্রমুখ। মূল্য নির্ধারণ করে দিয়ে বেসরকারি হাসপাতালগুলোকে করোনার টিকা দান কর্মসুচিতে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে মুবিন খান এই খাতের জন্য সরকারের কাছ থেকে ১০ লাখ টিকা কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App