×

জাতীয়

জিয়াউর রহমানের খেতাব বাতিল সিদ্ধান্তে বিএনপির নিন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১৫ পিএম

জিয়াউর রহমানের খেতাব বাতিল সিদ্ধান্তে বিএনপির নিন্দা

রুহুল কবির রিজভী

জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। বুধবার (১০ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, স্বাধীনতার প্রায় ৫০ বছর পর জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়ার সিদ্ধান্ত সরকারের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস ও প্রতিহিংসার বহিঃপ্রকাশ। সরকার নিজেদের দুর্নীতি ঢাকতে এমন পদক্ষেপ নিয়েছে।

এসময় রিজভী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক সরকারের ভোট ডাকাতি, অপকর্ম, লুটপাট, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের ফিরিস্তি উঠে আসছে। মন্ত্রী ও তাদের দালালরা সমস্বরে সরকারের পক্ষে প্রমাণহীন মিথ্যা সাফাই গাইলেও সত্যকে ঢাকতে পারছে না।

এ দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) খেতাব বাতিলের এ সিদ্ধান্তকে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ হিসেবে বর্ণনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে থাকার কারণে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। একইসঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনির খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App