×

আন্তর্জাতিক

এ মাসে ২ কোটি ৪০ লাখ টিকা রপ্তানি করবে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৬ পিএম

চলতি মাসে বিশ্বের ২৫টি দেশে প্রায় ১ কোটি ৪০ লাখ ডোজ করোনা টিকা রপ্তানি করবে ভারত। বুধবার (১০ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সেরাম ইন্সটিটিউটকে এ অনুমোদন দেয়। এসব টিকা সৌদি আরব, ব্রাজিল, মরক্কো, নিকারাগুয়া, মৌরিতাস, ফিলিপাইন, সার্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কাতার পাবে। বাণিজ্যিক ভিত্তিতে এসব টিকা রপ্তানি করা হবে। খবর: দ্য হিন্দুস্তান টাইমস

এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ১৬.৭ মিলিয়ন ডোজ ২০টি দেশকে সরবরাহ করেছে সেরাম ইন্সটিটিউট। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ভুটান, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাহরাইন, ওমান, বার্বাডোজ ও ডোমিনিকাতে সরবরাহ করা হয়েছে ৬.৩ মিলিয়ন ডোজ। বাণিজ্যিক ভিত্তিতে ব্রাজিল, মরক্কো ও দক্ষিণ আফ্রিকাসহ সাতটি দেশে আরও ১ কোটি ডোজ সরবরাহ করেছে সেরাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App