×

জাতীয়

আল-জাজিরা সব সময় মিথ্যা কথা বলে: ফারুক খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩০ পিএম

আল-জাজিরা সব সময় মিথ্যা কথা বলে: ফারুক খান

কর্ণেল মুহাম্মদ ফারুক খান (অব.)

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কর্ণেল মুহাম্মদ ফারুক খান (অব.) বলেছেন, আল-জাজিরা বিশ্বাসযোগ্য মিডিয়া নয়, সব সময় মিথ্যা কথা বলে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, অন্য দেশ নিয়েও এই চ্যানেলটি মিথ্যা খবর পরিবেশন করে আসছে। যে কারণে অনেক দেশে আল-জাজিরা চ্যানেল ‘ব্যান’ করা হয়েছে। বাংলাদেশে এ চ্যানেলটির সম্প্রচার বন্ধ বা অন্য কোনো ব্যবস্থা সরকার নিতে পারে। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় সম্প্রতি বাংলাদেশ প্রসঙ্গে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে অনির্ধারিত আলোচনা হয়। এ প্রসঙ্গে কমিটির সভাপতি ফারুক খান বলেন, বিষয়টি নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। আল-জাজিরা সব সময় মিথ্যা কথা বলে। যেসব ব্যক্তি বাংলাদেশ সম্পর্কে গল্পটি দিয়েছে, তার সঙ্গে ডেভিড বার্গম্যানসহ যারা জড়িত ছিল, অতীতে দেখেছি তারা বাংলাদেশ সম্পর্কে সবসময় মিথ্যাচার করেছে। দেশের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App