×

জাতীয়

আমরা যা আগে ভাবি, আমেরিকা তা পরে ভাবে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৮ পিএম

আমরা যা আগে ভাবি, আমেরিকা তা পরে ভাবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক / ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা যা আগে ভাবি আমেরিকা তা পরে ভাবে’। আমেরিকার আগে বাংলাদেশে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু হয়েছে। হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসএ থিংকস থ্রি মান্থস লেটার। অর্থাৎ বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা তা করে তিন মাস পর। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বেসরকারি স্বাস্থ্য খাতের সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে বেসরকারি খাতকেও সম্পৃক্ত করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রতিটি মানুষের জন্য ওষুধ, বেডসহ সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য দেশে সেটাও ঠিকমতো করতে পারেনি। বিশ্বে ২০০টি দেশের ৬টি দেশ ভ্যাকসিন আগে দিতে পেরেছে। ৬টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। আমরা ৭ হাজার টিমের মাধ্যমে ২ লক্ষ লোককে ভ্যাকসিন দিয়েছি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার পর পরই ১৫টি অর্ডারে সাইন করেছেন। সেখানে একটা ছিল, নো মাস্ক, নো গভর্মেন্ট সার্ভিস। সেটা আমরা অনেক আগে থেকেই চালু করেছি। করোনা মোকাবিলায় বেসরকারি স্বাস্থ্য খাতের অবদান উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শীঘ্রই প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে বেসরকারি স্বাস্থ্য সংস্থাগুলো টিকা দেওয়ার কাজে নিয়োজিত হবেন আমরা আশা করি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই কর্মযজ্ঞে আপনারা যুক্ত হতে চান তা আমাদের জন্য আনন্দের খবর। আশা করি প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আপনারাও এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পারবেন। এই প্রক্রিয়া শুরু করতে যেসব নিয়মকানুন, শর্ত আছে, সেগুলো পালন শেষে কাজটি শুরু হবে। স্বাস্থ্যখাতে ৬০ শতাংশ সেবা দেয় বেসরকারি খাত। কাজেই তারা কেনো বাইরে থাকবে? তারা সব কাজে যোগ দেবেন, এই সহযোগিতা আমরা করব। সভার শুরুতে বিপিএমসিএর পক্ষ থেকে এই কার্যক্রমে বেসরকারি হাসপাতালগুলোকে সম্পৃক্ত করার দাবি জানানো হয়। সংগঠনের নেতারা বলেন, বিভিন্ন দুর্যোগে সরকারের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য খাত সেবা দিয়েছে। করোনা রোগী শনাক্ত, করোনা রোগীদের চিকিৎসায়ও বেসরকারি হাসপাতাল সেবা দিয়েছে। তবে টিকাদান কর্মসূচিতে এখনো বেসরকারি স্বাস্থ্যখাতকে সম্পৃক্ত করা হয়নি। এই খাতকে এই কর্মসূচিতে সম্পৃক্ত করা গেলে টিকাদান কর্মসূচি আরো বেগবান হবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, এফবিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, স্বাচিপের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়ানস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া, আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার খান। মূল্য নির্ধারণ করে দিয়ে বেসরকারি হাসপাতালগুলোকে করোনার টিকা দান কর্মসুচিতে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে মুবিন খান এই খাতের জন্য সরকারের কাছ থেকে ১০ লাখ টিকা কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App