×

জাতীয়

আপিল বিভাগের নির্দেশ: বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৯ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় না করতে আপিল বিভাগ জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেয়। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে এনবিআরের করা লিভ টু আপিল (আপিল করার অনুমতি) আবেদনে শুনানির পর এ আদেশ দেয় আদালত।

আদেশে বলা হয়, সংক্রান্ত মামলা আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আয়কর আদায় করা যাবে না। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় বেআইনি ও অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে এনবিআরকে আপিলের অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পর্যন্ত যত টাকা আয়কর আদায় করা হয়েছে, তা ফেরত দিতে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে (এনবিআর) শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী এম আমীর-উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, ফিদা এম কামাল। এছাড়াও ছিলেন আইনজীবী মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও ওমর সা’দাত।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, হাইকোর্টের আদেশের পর এনবিআর ১৫ শতাংশ আয়কর আদায় করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App