×

জাতীয়

বিএনপিকে আন্দোলনের পথ দেখালেন ডা. জাফরুল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৬ পিএম

বিএনপিকে আন্দোলনের পথ দেখালেন ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ/ফাইল ছবি

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ব‌লে‌ছেন, ‘আমি বিএনপির কাছে প্রস্তাব রাখছি। যদি আপনাদের আন্দোলন করতে হয় তাহলে তিনটি ছবির মধ্যে দুটি ছবি বাদ দিয়ে মাওলানা ভাসানী ও জিয়াউর রহমানকে রাখেন। তবেই আপনাদের পক্ষে আন্দোলন করাটা সহজ হবে।’

সোমবার (৮ ফেব্রুয়ারি) পুরানো পল্টন, ইব্রাহিম ম্যানশানে ভাষানী প‌রিষ‌দের উ‌দ্যো‌গে মজলুম জননেতা মওলানা ভাসানীর কাগমারী সম্মেলনের ৬৩তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘মাওলানার ভাসানীর ছবি থাকলে বিএনপির কোন ক্ষতি হবে না। কারণ দেশবাসী আস্থা পাবে। দেশবাসী বিশ্বাস করবে। আপনারা মাওলানা ভাসানীর আদর্শে আছেন। সেখানে মাওলানা ভাসানীর ছবি থাকবে এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ছবি থাকবে।’

ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি হারুনুর-অর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ঢা‌বির সা‌বেক ভিপি নূরুল হক নূরু, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, রাষ্ট্র চিন্তার এডভোকেট হাসনাত কাইয়ুম, কৃষক দ‌লের আহবায়ক ক‌মি‌টির সদস‌্য কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App