×

জাতীয়

নিষেধাজ্ঞা প্রত্যাহার, দ. কোরিয়ায় প্রবেশে আর বাধা নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:২১ এএম

নিষেধাজ্ঞা প্রত্যাহার, দ. কোরিয়ায় প্রবেশে আর বাধা নেই

ফাইল ছবি।

বাংলাদেশের নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। রবিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক কূটনৈতিক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকেই পুনরায় স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ বাংলাদেশি নাগরিকরা ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন।

এদিকে পররাষ্ট মন্ত্রণালয়, ভবিষ্যতে এ ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি এড়াতে দক্ষিণ কোরিয়াসহ অন্য যেকোনো দেশে ভ্রমণেচ্ছু বাংলাদেশি নাগরিক ও সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য ও ভ্রমণবিধি যথাযথভাবে মেনে চলার মাধ্যমে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে।

এর আগে করোনাভাইরাসের মহামারীর কারণে, দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। ফলে কোরিয়া গমনেচ্ছু বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মীর শিক্ষা ও কর্মজীবন হুমকির মুখে পড়ে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শুরু থেকেই এই ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দক্ষিণ কোরিয়া সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপকালে বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত এ ভিসা নিষেধাজ্ঞা তুলে নিতে বিশেষ অনুরোধ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App