×

জাতীয়

দ্বিতীয় দিনে টিকাগ্রহীতা বেড়েছে সাড়ে ১৫ হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪২ পিএম

দ্বিতীয় দিনে টিকাগ্রহীতা বেড়েছে সাড়ে ১৫ হাজার

সোমবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকা নিচ্ছেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী/ ছবি: ভোরের কাগজ

করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টিকা নেওয়ার সংখ্যা বেড়েছে সাড়ে ১৫ হাজার। সোমবার (৮ ফেব্রুয়ারি) টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে সারাদেশে ৪৬ হাজার ৫০৯ জন করোনার টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ৩৫ হাজার ৮৪৩ জন। আর নারী ১০ হাজার ৬৬৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা থেকে এ তথ্য পাওয়া গেছে।

টিকাদান কর্মসূচির প্রথম দিন গতকাল রবিবার সারাদেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন। নারী ৭ হাজার ৩০৩ জন। ২১ জনের সামান্য পাশ্বপ্রতিক্রিয়া যেমন জ্বর, টিকা নেয়ার স্থানে লাল হওয়া ইত্যাদি দেখা গেছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সারাদেশে একযোগে টিকা দান কর্মসূচি শুরু করা হয়েছে। এ দিন প্রধান বিচারপতি থেকে শুরু করে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এই টিকা নিয়েছেন। ৪০ বছরের বেশি বয়সীরাও টিকা নিতে পারবে । এছাড়া আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেওয়া হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App