×

জাতীয়

ক্রীড়াঙ্গনে প্রথম টিকা নিলেন কাজী সালাউদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪১ পিএম

ক্রীড়াঙ্গনে প্রথম টিকা নিলেন কাজী সালাউদ্দিন

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন

ক্রীড়াঙ্গনে প্রথম ব্যক্তি হিসেবে করোনা টিকা নিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন। গণ টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার (৮ ফেব্রুয়ারি) এই টিকা গ্রহণ করেন তিনি। টিকা গ্রহণের পর তিনি সুস্থ আছেন।

দুপরে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন বাফুফে সভাপতি। এমনকি কাজী সালাউদ্দিনের সঙ্গে তার স্ত্রী ইমা সালাউদ্দিনও করোনা টিকা নিয়েছেন।

টিকা গ্রহণের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশের ফুটবলের কিংবদন্তি সালাউদ্দিন। তিনি বলেন, ভয়ের কোনও কিছু নেই। যখনই শুনেছি বাংলাদেশে করোনা টিকা এসেছে, সরকার সহজলভ্য করেছে, তখন থেকেই চেষ্টা করছি তা নেয়ার। করোনার টিকা নেয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে আসলাম। আমি ভালো ও সুস্থ আছি।

করোনায় শুরুতে বন্ধ থাকলেও সরব হয়েছে ক্রীড়াঙ্গন। তবে এখনো পুরনো ছন্দে ফিরতে পারেনি। বাফুফের ভাবনা ছিল টিকাদান শুরু হলে এর আওতায় আনা হবে ফুটবলারদের। এবার নিজে টিকা গ্রহণ করে ফুটবলারদের মধ্যেও তা দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিলেন কাজী সালাহউদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App