ভারতে হিমবাহ ধস: সুড়ঙ্গে এখনও আটকে ৩৯ জন, চলছে উদ্ধারচেষ্টা

আগের সংবাদ

ভারতে স্কুল খুলতেই ১৯২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

পরের সংবাদ

শাড়ি আর ধুতি পরে বরফে যুগলের স্কি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২১ , ৯:৪৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২১ , ১১:০৪ অপরাহ্ণ

 

নারীর পরনে সবুজ শাড়ি। সঙ্গী পরেছেন সবুজ শার্ট আর সাদা ধুতি। আমেরিকার তুষারাবৃত মিনেসোটায় একফ্রেমে ধরা দিলেন মধ্যবয়সী এই যুগল। এমন পোশাক পরে সেই ভিডিওই এখন ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিজেই পোস্ট করেছেন দিব্যা। যেখানে দেখা যাচ্ছে, সঙ্গী মধুর সঙ্গে মার্কিন মুলুকের মিনেসোটার ওয়েল্চ গ্রামে স্কি করছেন তিনি।

দিব্যা লিখেছেন, আমি আর মধু একঘেয়ে জীবন থেকে একটু বিরতি চাইছিলাম। সেই জন্যই অন্যরকম কিছু করার পরিকল্পনা করে ফেলি।

তাদের এই ‘অন্যরকম’ অভিজ্ঞতা উপভোগ করছেন নেটিজেনরা। ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি।

শ্বেতশুভ্র বরফে ঢাকা এলাকায় শাড়ি আর ধুতি পরে বেশ সাবলীল ভাবেই স্কি করছেন দিব্যা ও মধু। কখনও কখনও আবার শূন্যে হাত তুলে উচ্ছ্বাসও দেখাচ্ছেন তারা।

 

পিআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়