×

খেলা

সাকিবের অভাব পূরণ করবে কে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৮ পিএম

সাকিবের অভাব পূরণ করবে কে?
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে সাকিব আল হাসানের অভাব হাড়ে হাড়ে টের পেল টাইগাররা। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্যে দেখিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন এ টাইগার অলরাউন্ডার। কিন্তু চট্টগ্রামে শেষ ওয়ানডে ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে বল করার সময় কুঁচকির ইনজুরিতে পড়েন সাকিব। যে কারণে সাগরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় থাকলেও প্রথম ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে ১৫০ বল মোকাবেলা করে ৬৮ তুলে সাজঘরে ফিরেছিলেন। প্রথম ইনিংসে ব্যাট করলেও গ্রোয়েন ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিন আর মাঠে নামা হয়নি তার। আগের দিন সাকিব বল করেছিলেন মাত্র ৬ ওভার। এরপর তৃতীয় দিন চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাকে মাঠ ছেড়ে হাসপাতালে যেতে হয়েছিল। সেই সাকিব ছাড়া বাংলাদেশের যেন বেহাল দশা। হাতের মুঠো থেকে জয় ফসকে গেল টাইগারদের। বিশ্বসেরা অলরাউন্ডারবিহীন লাল-সবুজের প্রতিনিধিরা শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে যায়। অথচ সাকিব থাকলে ফলটা অন্য রকম হতে পারত, এটা এক রকম বলাই যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে তাদের ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাইয়েছিলেন তিনি। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা মানে তো সাকিবের জন্য ডালভাত। তিনি ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের পুরো ম্যাচ খেলতে পারলে তাদেরও যে নাকানি-চুবানি খাওয়াত না, সেটার কোনো গ্যারান্টি দেয়া যায় না। তাছাড়া নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব টেস্টে প্রথম যে ইনিংসটা খেললেন, দ্বিতীয় ইনিংসে সে রকম কিছুর পুনরাবৃত্তি হতো না এটি কে হলফ করে বলতে পারবে? সাকিব মাঠের খেলায় না থাকলেও স্টেডিয়ামে ছিলেন। সাকিব থাকলে অন্য রকম কিছু হতো সে প্রত্যাশায় হয়তো যখন ক্যামেরা সাকিবের দিকেসারা গেছে, তখন আফসোস করেছেন টাইগার ক্রিকেটপ্রেমীরা। ভেবে দেখুন, আপনিও তার অভাববোধ করেছেন কিনা। সাকিবের এই অভাবটা পূরণ করবে কে? যে প্রতিপক্ষ দলগুলোর জন্য প্রায় সময়ই ত্রাসরূপে আবির্ভূত হন। সাকিবকে নিয়ে দ্বিতীয় টেস্টেও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। যদি তা-ই সত্যি হয়, তা হলে কি হবে বাংলাদেশের? সব শঙ্কা কাটিয়ে সাকিব আল হাসান ঢাকা টেস্টে ফিরবেন, এমনটিই চান বাংলাদেশী ক্রিকেটপ্রেমীরা। তবে ইনজুরি নিয়ে তো আর আবেগ দেখিয়ে লাভ নেই। সে কারণে যে কোনো কিছুই ঘটতে পারে সাকিবের ব্যাপারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App