×

সারাদেশ

গাইবান্ধায় প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৮ এএম

গাইবান্ধায় প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন

টিকা নিচ্ছেন জেলা প্রশাসক। ছবি: ভোরের কাগজ।

গাইবান্ধায় জেলা প্রশাসক মো: আব্দুল মতিনের প্রথম টিকার নেওয়ার মাধ্যমে কোভিড-১৯ টিকা দান কর্মসূচির শুরু করা হয়েছে। এরপর সিভিল সার্জন মো: ও কৃষি বিভাগের উপপরিচালক মো: মাসুদুর রহমান টিকা গ্রহণ করেন।

এর আগে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, জেলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ১ হাজার ৬৯৪ জনের রেজিষ্ট্রেশন পাওয়া যায়। জেলার সাত উপজেলার সাতটি টিকা কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মো: আব্দুল মতিন বলেন, আমি টিকা নিলাম কোনো সমস্যা হয়নি। শারীরিক কোনো সমস্যা হয়নি। ভয়ের কোনো কারণ নেই। তিনি জেলার সকল নাগরিকদের টিকা গ্রহণের আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App