×

সারাদেশ

৩০ ঘণ্টা সময় লাগল সিলেটের রেল লাইন সচল করতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৮ এএম

৩০ ঘণ্টা সময় লাগল সিলেটের রেল লাইন সচল করতে

লাইনচ্যুত হয়ে যাওয়া ট্রেন

৩০ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ আবার সচল হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে বগি লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধার করে আবার লাইন সচল করতে সময় লেগেছে ৩০ ঘন্টা।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রার মাধ্যমে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল শুরু হয়। রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে সিলেটের মাইজগাঁওয়ে বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় ৮টি ট্যাংক লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজারের কুলাউড়া ও আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ২টি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে কাজ শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App