×

আন্তর্জাতিক

পুলিশের পেরেকের জবাবে চারা বুনলেন কৃষকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫০ পিএম

পুলিশের পেরেকের জবাবে চারা বুনলেন কৃষকরা

রাস্তায় চারা রোপন করছেন কৃষকরা

কৃষকদের আন্দোলন ঠেকাতে কয়েকদিন আগে রাস্তায় পেরেক পুতে দেয় দিল্লি পুলিশ, যাতে কৃষকরা সামনে অগ্রসর হতে না পারে। এবার সেই পেরেকের জবাব দিয়ে দিল কৃষকরা। তবে পেরেকের বদলে চারাগাছ রোপন করে।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দেখা গেছে, আন্দোলনে নামা কৃষকরা সঙ্গে করে ফুলের চারাগাছ নিয়ে এসেছেন। এসময় রাস্তায় ব্যারিকেডের পাশে ফুলের চারা পুঁতে প্রনাম করে সম্মান জানাচ্ছেন তারা।

ভারতের বিতর্কিত কৃষি বিল নিয়ে বরাবরের মতোই আন্দোলনে সক্রিয় কৃষকরা। গেল বছরের সেপ্টেম্বর মাসে সংসদে বিলটি আইন হিসেবে পাস হওয়ায় তুমুল আন্দোলনে নামে কৃষকরা। এনিয়ে দেশে বিদেশে চলছে ব্যাপক সমালোচনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App