×

জাতীয়

গণটিকা শুরু রোববার, নেবেন মন্ত্রী-এমপিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৮ এএম

আগামীকাল রোববার দেশজুড়ে শুরু হচ্ছে করোনার গণটিকা দান কর্মসূচি। ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে টিকাদান কেন্দ্রগুলোকে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের মন্ত্রী, সংসদ সদস্যরা মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেবেন। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সচিবালয় ক্লিনিক এবং সরকারি কর্মচারী হাসপাতাল, আইনজীবীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিতে পারবেন।

রোববার সকাল ১০টায় সোহরাওয়ার্দী হাসপাতালের টিকা কার্যক্রম উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে একই হাসপাতালে স্বস্ত্রীক টিকা নেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে আগামীকাল রবিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনার টিকা নেবেন। সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় টিকা নেবেন।

সারাদেশে ১ হাজার ১৫টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। টিকাদানে নিয়োজিত থাকবে স্বাস্থ্যকর্মীদের ২ হাজার ৪০২টি দল। ঢাকায় ৬৫টি স্থানে টিকাদান হবে। সেখানে কাজ করবে স্বাস্থ্যকর্মীদের ২০৬টি দল।

এর আগে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান, তথ্য সচিব খাজা মিয়া, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ করোনার টিকা নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App