×

খেলা

বড় লিডের পর ভূতুড়ে শুরু বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৬ পিএম

বড় লিডের পর ভূতুড়ে শুরু বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজকে ২৫৯ রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় ইনিংসে টাইগারদের শুরুটা হয়েছে ভূতুড়ে। ওয়েস্ট ইন্ডিজের ১৪০ কেজি ওজনের স্পিনার রাহকিম কর্নওয়ালের বলে তামিম এবং শান্ত সাজঘরে ফিরে গেলেন টাইগারদের ড্রেসিংরুমের পরিবেশটা হঠাৎ করে যেন ভূতুড়ে হয়ে যায়। এই মুহূর্তে তিন উইকেট হারিয়ে চাপে রয়েছে টাইগাররা। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে শূন্য রানে সাজঘরে ফেরান রাকিম কর্নওয়াল। এরপর ওয়ান ডাউনে খেলতে নামা নাজমুল হোসেন শান্তও শূন্য রানে সাজঘরে ফিরে যান। পরে ব্যক্তিগত ৫ রানে ফিরেন সাদমান ইসলামও। এখন মুশফিক এবং অধিনায়ক মমিনুল হক ব্যাট করছেন। শেষ পর্যন্ত ৩ উইকেটের বিনিময়ে ৪৭ রান করে ২১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে টাইগাররা। এর আগে বাংলাদেশের ৪৩০ রানের জবাবে খেলতে নামে ২৫৯ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা। ব্যাট হাতে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ ৫৮ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন অপর দুই স্পিনার তাইজুল ইসলাম এবং নাঈম হাসান উভয়ে পেয়েছেন দুটি করে উইকেট আগের দিন ওয়েস্ট ইন্ডিজের ২ উইকেটের পতন ঘটেছিল তা তুলে নিয়েছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। টাইগার ৪ বোলার ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেট ভাগ করে নিয়েছেন করে নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App