×

সারাদেশ

তাড়াইলে গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার, থানায় মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৯ এএম

কিশোরগঞ্জ তাড়াইলে গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার হয়েছে।ভিকটিমের বাবা বাদী হয়ে তাড়াইল থানায় ৩ জনের নামে মামলা দায়ের । পুলিশ সূত্রে মামলার বিবরণে জানা গেছে,উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার শান্তিপুর গ্রামের বাসিন্দা কাজিম উদ্দিনের অবিবাহিত কন্যা দীর্ঘদিন যাবৎ  ঢাকায় গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করে আসছে। গত ৩০ জানুয়ারি চাচার অসুস্থ্যতার খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে আসে চাচাকে দেখার জন্য। গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী বোরগাঁও গ্রামে খালার বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় খালার বাড়ি থেকে নিজ বাড়িতে আসার সময় পথে আনুমানিক রাত ৭ টা ৪৫ মিনিটের দিকে পূর্ব জাওয়ার সরকারি আবাসন গ্রাম সংলগ্ন বিলের পাড় রাস্তার উপরে ভিকটিমকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে জাওয়ার পূর্ব পাড়া গ্রামের মৃত হাজী হামিদ উদ্দিন ভূঁইয়ার ছেলে হাকিম ভূঁইয়া(৫২), পূর্ব জাওয়ার শান্তিপুর গ্রামের আবদুল মালেকের জামাতা ইমরান মিয়া(২৬) ও পূর্ব জাওয়ার পূর্ব পাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে সাঈম মিয়া(৩৫)। গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ভিকটিমের উপস্থিতিতে ভিকটিমের বাবা বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমের বাবা থানায় ধর্ষণ মামলা রুজু করার পর থেকে তাড়াইল থানার পুলিশ  আসামিদের ধরার জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য তাড়াইল থানার পক্ষ থেকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App