×

আন্তর্জাতিক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গভীর উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৯ এএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গভীর উদ্বেগ

জাতিসংঘ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের সদস্যেদেশগুলোর পক্ষ থেকে এক বিবৃতিতে পরিষদের সভাপতি বারবারা উডওয়ার্ড (যুক্তরাজ্য) এ উদ্বেগ প্রকাশ করেন। মিয়ানমারে জরুরী অবস্থা ঘোষণা, দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি এবং রাষ্ট্রপতি উইন মিন্টসহ সরকারের সদস্যদের নির্বিচারে আটকে রাখার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলো আটক সবাইকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়া সমুন্নত রাখতে, সহিংসতা থেকে বিরত থাকতে এবং মানবাধিকার, নাগরিকদের মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান ও আস্থা প্রদর্শনের ওপর জোর দেয়। তারা আশা করে মিয়ানমারের জনগণের মত ও স্বার্থ অনুসরনে দেশটির সব পক্ষ সংলাপ ও সমধানের পথে হাঁটবে। নিরাপত্তা পরিষদের সদস্যরা সুশীল সমাজ, সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App